পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( هری: ) মাত্র । কোনসি - এই শব্দের অর্থ কোন ; বোধ হয় বfদালা কোম+সে এইরূপ কথিত হইতে হইতে কোনসি’ আকার ধারণ করিয়াছে; দক্ষিণদেশীয় ভদ্রলোকে ‘কোনসি’ শব্দ প্রয়োগ করেন না ; প্রকৃত বাঙ্গাল কোন শব্দই ব্যবহণশ্ন করিয়া থাকেন ; অপরে কোনসি ব্যবহার করে। কিস-অর্থ কি ; ইহা বিশুদ্ধ বাঙ্গালাকি+সে ইহীরই অপভ্রংশ। তহিরেমধ্য-তfহাতেও , তfছরে— তহি শ দ বাঙ্গাল। তাছা শব্দের অপভ্রংশ, দক্ষিণে প্রণয় সকল স্থলেই অধিকরণ কারকের চিহ্নরূপে প্রযুক্ত হয়, এবং মধ্য শব্দ দক্ষিণে কখন কথম ও কারার্থেও ব্যবহৃত ছয় ; অতএব ‘ভছি রে আর মণ্য” এই শব্দ যে বাঙ্গাল "তtছাতেও এই পদ হইতে সমুৎপন্ন বা উহার অপভ্রংশ, তাহাতে সংশয় নাই । মধ্য শব্দ আবার দক্ষিণে কখল্পী কখন কিন্তুর অর্থে ও তৎপরিবর্তে ব্যবহৃত হয় ; কিন্তু ইহ সুসংগত হয় না, এবং, শুনা যায় দক্ষিণ অঞ্চলের ভদ্রই লোকেও উহার ব্যবহার করেন না । শান –ছোট ; রে ধ ছয় সে+উন, সে ছোট, এই রূপ কহিতে কহিতে অথবা সামান এইশদের অপভ্রংশে শান ব্যবহার হইয়। ভাtসিয়াছে; পুস্তকে লিথিবীর সমুয় এই শব্দে তালব্য শ’ ব্যবহার করে, ইহ সুসংগত বোধ হয় না । পিল – ছেলে ; বর্ণ স্বালার নান। স্থানে ছেলে পিলে বলিয়া থাকে; দক্ষিণে প্রথম শব্দটী পরিত্যক্ত হইয় সংক্ষিগু উচ্চারণে কেবল পিলা শব্দই ব্যবহার করিয়া থাকে। কৰ্ণ ভূ-ভার্থ, স্থানান্তরিত করা; এক্ষণও ৰিশুদ্ধ স্বাঙ্গালীর