পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৩২ ) প্রয়োগ ছয় ; যথা ‘যবে হে শ্যাম, কেমন হে মুরারি ” ইত্যাদি; বাঙ্গালী পদ্যেতেও ঐরূপ অবিকল শব্দই ব্যবহৃত হইয়া থাকে, যথা “ এবে তুমি বড় ভাগ্যবর্তী” ইত্যাদি। এহি—ইছার অর্থ এই; ও ইহffর অপভ্রংশে সমুৎপন্ন। অব।--অর্থ অথবা ; উহা এই অথবা শব্দেরই মধ্যম অক্ষর “থ বিলোপে সমুৎপন্ন ; দক্ষিণাঞ্চলে অনেক স্থলে অথবfও প্রয়োগ করিতে দেখা যায়। ভল্‌— অর্থ ভাল ; এস্থলে আকার মাত্র বিলোপে ভল্ল এইরূপ হসন্ত উচ্চারিত হয়। যেউ —অর্থ যেই ; এবং এই যেই শব্দেরই অপভ্রংশে ইকার উকার-বং উচ্চারিত হইতেছে মাত্র। পাখে ৰা পাথরে—অর্থ দিকে, বাঙ্গালীর সম্যাম্য প্রদেশে যদিও ইহার সচরাচর প্রয়োগ দেখা মুীয় না বটে, তথাপি কোন কোন স্থলে ঐ অর্থেই ব্যবহৃত হয় ; যথা ‘সে পথে দেখ, অর্থাৎ সে দিকে দেখ ইত্যাদি ৷ খণ্ডে - অর্থ এক বা অংশ ; এই শব্দ উত্তরে কোম কোন স্থলে শব্দের পরে প্রযুক্ত হয়, জীর দক্ষিণেশঙ্গের পূৰ্ব্বে প্রয়োগ হয় এই মাত্র বিশেষ। আল—অমা ; বলোপ ও আকারাগমে অীন, ইত্যাকারে ব্যবহৃত হইয়াছে। অt উ-অর্থ আর, এবং আহুরি— অর্থও আয় ; অতএব অনুমাল ছয় শেষোক্ত আহুরি শব্দ ছইতে আউ এই শব্দ সমুৎপন্ন হুইয়াছে , এবং ঐ শেষোক্ত আহুরি গঙ্গটও বিশুদ্ধ বাঙ্গালার আর ও’ শদ হইতে অপভ্রষ্ট হইয়াছে। ছেলি ছাগল । বাঙ্গালা পদ গ্রন্থে ছেলি শব্দ গুঞ্জ মর্থে এছুক্ত