পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( αε ) মুই করছে, তুই করছিস, সে করছে ; পূর্ব প্রদেশে আমি করছি, তুমি করছ, বা করছচ, সে করছে বা করিলাইছে, এইরূপ হয় ; সুবর্ণরেখার উত্তর উলুবেড়িয়া পৰ্য্যন্ত আমি করিছলি, করিথলি, বা করিথিলি, তুমি করিছল বা করিথল, সে করিছলন বা করিথল, এইরূপ পরে পরে ক্রমে ক্রমে ভেদ হইয়া আসিয়াছে । এস্থলে অীর এক কথ। বিবেচ্য হইতে পারে ; যেরূপ বিশুদ্ধ বfঙ্গাল করিলাম, এই ক্রিয় পদটী বিশুদ্ধ বাঙ্গালারই মধ্যে কল্লাম, কলম, কল্লেম, করন্থ করলুম ইত্যাকার নানারূপ অপভ্রষ্ট হইয়া আসিয়াছে, সেইরূপ কলিকাতার দক্ষিণ হইভে ক্রমে অপভ্রষ্ট হুইয়া অত্যন্ত দক্ষিণে যে, করিলাম বা করিলুম ইত্যাদি পদ হইতে কলু ইত্যাদি ক্রিয়া-পদ ছইয়া আসিবে,তাহাতে আশ্চর্য্য কি ? ভবিষ্যৎকাল--এইকালে জ্বামি করিব, তুমি করিবে, সে করিবে, এই বিশুদ্ধ সুশ্রাব্য ক্রিয় পদের পরিবর্তে, দক্ষিণে আম্ভে করিদু, তুম্ভে করিব, সে করিবে এইরূপ পদ হয় । এস্থলে মধ্যম ও প্রথম পুকষের ক্রিয়া-পদে কিছুই ভেদ নাই। কেবল উত্তম পুৰুষে উ, ও চন্দ্রবিন্দুতে প্রভেদ দেখা যাইতেছে। যাহা বাঙ্গালী বলিয়া পরিগণিত ছয়, তাছার কি পূর্ব, কি উত্তর, সর্বত্রই প্রত্যেক পুৰুষে এই কালে বিশুদ্ধ বাঙ্গাল হইতে ক্রিয়াগত ভেদভাব দেখা যায়, কিন্তু তথাপি সেই স্থানের ভাষা বাঙ্গালা ; আর যে দক্ষিণাঞ্চলীয় ভাষার ভবিষ্যৎ কালের ক্রিয়া পদের সহিত ৰিশুদ্ধ বাঙ্গালীর ভবিষ্যৎ