পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७६ ) কুগু, কুণ্ডল, কুণ্ডলী, কুণ্ডা, কুগু, কুণ্ডিবার, কুতনু, কুত্তপ, কুতুকুল, কুত্র, কুত্সা, কুদ, কুদাল, কুদিবার, কুনীতি, কুন্ত, কুন্তল, কুন্তী, কুস্থাইবার, কুন্দ, কুপথ, কুপথ্য, কুপিত, কুপুত্ৰ, কুৰ্ব জা, কুবলয়, কুবাক্য, কুবাদ । কৈ ইছাতেও ত একটীও এমন শব্দ দেখা যায় না, মাছ উত্তরে বাঙ্গালীয় প্রচলিত নছে । ঐ সকলের মধ্যে কেবল ছুইটী মাত্র বিকৃত অপভ্রন্ট শব্দ আছে । যথা কুণ্ডিয়ার-কোলাকুলি করা ; কুস্থাইবার—কোথান ; এই দুইটা ভিন্ন অপভ্রষ্ট আর কোন শব্দও লাই। অনেক অর্থ ব্যয় ও বহু পরিশ্রম করিয়া এরূপ পৃথক অভিথান করার প্রয়োজনীয়তা দেখা যায় মা । উত্তরপূর্ব বিভাগের সুবুদ্ধি ইলক্সপেক টর পেটের সাহেব, শল ১৮৬৮ সালের স্বীয় বিজ্ঞাপণীতে যথার্থই দেখাইয়। গিয়াছেল, যে আসামীদিগের জন্য, অসীম মিসমরীদের, কীৰ্ত্তি স্থানে কিত্তি, সকীৰ্ত্তম-অকিভল, অকৃতত্ত্ব-অক্রিতজ্ঞ, অক্ষয়-অধ্যই, অগ্রদ্ধ1– অচধ্য, অচিহ্ন—অচিন, যবক্ষীর-জখার ইত্যাদি সন্নিবেশ করিয়া স্বতন্ত্র অভিধান লিখিবtয় কিছুই আবশ্যকতা লাই। ইছান্ডে কেবল বিশুদ্ধ বাঙ্গণলীকে সাশ করা হয় মাত্র । তিনি বাঙ্গালীদিগের সহিত অfসামীদের সংস্থষ্ট ভাব রক্ষণ বিষয়ে যে থে যৌক্তিকভ প্রদর্শন করিয়াছেন তাহাও অতীৰ সমীচীন হুইয়াছে। ইহা পুরষ্ঠ অন্ত্রিীদের বিষয়