পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছেলেদের মহাভারত
২৪১


 এ কথায যক্ষ অতিশয় তুষ্ট হইয়া, ভীম, অৰ্জুন, নকুল, সহদেব চারিজনকেই বাঁচাইয়া দিল৷ তারপব সে নিজের পরিচয় দিয়া বলিল, “বাছা৷ আমি ধর্ম৷ তোমার মহত্ত্ব দেখিয়া বডই সন্তুষ্ট হইলাম, তুমি বর লও৷”

 যুধিষ্ঠির বলিলেন, “তবে সেই ব্রাহ্মণ যাহাতে তাঁহার অরণীখানি পান, তাহা করুন৷”

 ধর্ম বলিলেন, ‘তোমাকে পবীক্ষা কবিবাব জন্য আমিই হরিণ সাজিযা অরণী হরণ করিযাছিলাম, ব্রাহ্মণ তাহ পাইবেন৷ এক্ষণে তুমি অন্য বব চাহ৷’

 যুধিষ্ঠিব বলিলেন, “আমাদের বনবাসের বারো বৎসর শেষ হইয়াছে, ইহার পরে আরএক বৎসর অজ্ঞাতবাস কবিতে হইবে৷ সে সময়ে যেন কেহ আমাদিগকে চিনিতে না পারে, দয়া করিয়া এই বর দিন৷”

 ধর্ম বলিলেন, “বাছা! তোমবা ছদ্মবেশ না করিয়াও যদি পৃথিবীময় ঘুরিয়া বেড়াও, তথাপি তোমাদিগকে কেহ চিনিতে পরিবে না৷ এখন আর একটি বর চাহ৷”

 যুধিষ্ঠিব বলিলেন, “আমার যেন পাপে মতি না হয়, সর্বদা যেন ধর্মপথে চলিতে পারি৷”

 ধর্ম বলিলেন, “এ সকল তো তোমাব আছেই, এখন তাহা আরো বেশি করিয়া হইবে৷” এই বলিযা তিনি আকাশে মিলাইয়া গেলেন৷ তাহার পূর্বে ব্রাহ্মণের অরণীখানি ফিরিয়া দিতে ভুলিলে না৷

 এইরূমে পাণ্ডবদিগের বনবাসেল বাবো বৎসব কাটিয়া গেল৷ আর একটি বৎসর ভালোয়-ভালোয় কাটিলেই তাঁহাদেব দুঃখেব শেষ হয৷ কিন্তু এই শেষের বৎসরটি অতি ভয়ানক বৎসব৷ এই সময়টুকু এমনভাবে কটিাইতে হইবে, যেন কেহই তাঁহাদের খবর জানিতে না পাবে, জানিতে পাবিলে আবার বারো বৎসর বনবাস৷ এ সময়ে দুযোধনেব লোকেবা নিশ্চয়ই তাঁহাদিগকে খুঁজিযা বাহির কবিতে প্রাণপণে চেষ্টা কবিবে৷ এই-সকল ধূর্তকে ফাঁকি দিয়া,একটা বৎসর কিরূপে কাটানো যায়, সকলে মিলিয়া সাবধানে তাহার পরামর্শ করিতে লাগিলেন৷


বিরাট পর্ব

জ্ঞাতবাসেব সময় উপস্থিত৷ এই একটি বৎসর বড়ই বিপদের সময৷ কোন দেশে কি ভাবে থাকিলে এ বিপদে রক্ষা পাওয়া যায়?

 পাঞ্চাল, চেদী, মৎস্য, সুরাষ্ট্র অবস্তী প্রভৃতি অনেক ভালো ভালো দেশ আছে৷ ইহাদের মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অতি ধামিক লোক৷ ধামিকেরা ধামিকের আশ্রয় ছাড়িয়া আর কোথায় থাকিবে? সুতরাং পান্ডবেরা বিরাটের নিকটেই কোনোরূপ কাজ লইয়া থাকা স্থির করিলেন৷

 যুধিষ্ঠির সকলকে জিজ্ঞাসা করিলেন, “তোমরা

উপেন্দ্র—৩১