পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছেলেদের মহাভারত WS)8C) জীবিত থাকিতে আমি কখনো উহাদিগকে ছাড়িয়া যাই নাই। মৃত্যুর পর আব উহাদিগকে ছাড়া না ছাড়া আমাব হাতে ছিল না, কাজেই কি কবিব ?” তখন সেই কুকুর, হঠাৎ তাহাব পশুবেশ পরিভাগপূর্বক, সাক্ষাৎ ধর্মকাপে পরম স্নেহভবে যুধিষ্ঠিরকে বলিলেন, “বৎস, আমি তোমাকে পবীক্ষা কবিবার জন্যই কুকুরের বেশে তোমার সঙ্গে আসিয়াছিলাম। তুমি যে, তোমাব ভক্ত কুকুরটির জন্য স্বৰ্গও ছড়িতে প্রস্তুত হইয়াছ ইহাতে বেশ বুঝিলাম, তোমার মতো ধাৰ্মিক আর স্বর্গেও নাই। তুমি এই দেহেই স্বর্গে যাইতে পাইবে।” তখন সকল দেবতারা মিলিয়া, দিব্য রথে করিয়া মহানন্দে যুধিষ্ঠিরকে স্বর্গে লইয়া