পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭৩০
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

ছুঁড়িয়া মারেন রাম মারীচের বুকে৷
সেই বাণ খেয়ে বেটা, ঘোরে বন্-বন্,
সাগরে পড়িল গিয়া হয়ে অচেতন৷
অগ্নিবাণ খেয়ে গেল সুবাহু মরিয়া,
বায়ুবাণে আরগুলো মরে চেঁচাইয়া৷
যজ্ঞের আপদ গেল, দূর হল ভয়,
আনন্দেতে মুনিগণ বলে জয়-জয়!

তখন  সবাই মিলে  যান মিথিলায়
বোঝাই দিয়ে গাড়ি,
সেথায়  যজ্ঞ হলে  জবর জাঁকাল
জনক রাজার বাড়ি
আছে  ধনুক সেথায়  কেউ নাকি তায়
গুণ পরাতে নাবে,
শুনে  মুনির সাথে  দুভাই তীরে
পথ গিয়েছে ঘুরে,
আহা,  তার কাহিনী  করেন বামে
গৌতমের স্মরে,
“জায়া  অহল্যারে  শাপেন তিনি
বিষম দোষের তরে৷
হেথায়  থাকবে পড়ে  ছাইয়ের পবে
বাতাস কেবল খাবে৷
হাজার  রামকে দেখে  দুখ ফুরাবে
ফিরব আমি ঘরে৷
বলেই  অমনি চলে  যান হিমালয়
দারুণ রাগের ভরে৷
দেবী  ভাবেন হরি  হেথায় পড়ি,
কঠিন সাজা সয়ে৷
চল,  তোমায় দেখে  এবার তিনি
উঠুন সুখী হয়ে”