পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছোট রামায়ণ
৭৩৩


বড় ভালো, মহারাজ, হইবেক তায়৷”
জনক বলেন, “বেশ, ভালো তো কহিলা,
শ্রীরামের দেহ সীতা, লক্ষ্মণে উর্মিলা,
শত্রুঘ্নরে শ্রুতকীর্তি, মাণ্ডবী ভরতে,
একদিনে চারি বিয়ে হোক এই মতে৷”
তখন মিথিলাপুরী করে টলমল,
কি আনন্দ, কত গান, পূজা কোলাহল৷
লাগিল ভোজের ধূম বাজিল বাজনা,
ঢাক, ঢোল, কাড়া, ফাঁসি, না হয় গণনা৷
আলো করে ঝলমল, ধূপধুনা জ্বলে,
ষতনে সাজায়ে কন্যা আনিল সকলে৷
অগ্নির সম্মুখে বসি জনক তখন,
চারি বরে কন্যা দেন করিয়া যতন৷
কতই মুকুতা মণি দাস-দাসী আর
মেয়েদের দেন রাজা শেষ নাই তার৷
তারপর আশীর্বাদ করিয়া সকলে,
বিশ্বামিত্র মুনি যান হিমালয়ে চলে৷
মহারাজ দশরথ ছেলে বউ নিয়া,
মনের সুখেতে যান বিদায় লইয়া৷

নিয়ে বউ সকলে মনের সুখে
চলেন সবাই ঘরে,
তখন পথের মাঝে কাঁপেন তাঁরা
পরশুরামের ডরে৷
সে যে বাঘের মতো বিষম রাগী,
কুড়াল নিয়ে ফেরে৷
নাহি ডরায় কারে বড়ই চটে
দেখলে ক্ষত্রিয়েরে৷
মুনি কুড়াল নিয়ে তাদের সবে
কেটেছে একুশবার৷
তাতেই ভয়েতে তারা হয় যে সারা
নামটি শুনেই তার৷
রাজা কতই আদর করেন তারে
‘আসুন-আসুন’ বলে৷
মুনি না চায় ফিরে, রামকে দেখে