পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪০
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র



কপাল চাপড়ি লােক পিছু-পিছু ধায়।
বলে, “এই দুই দেশে কে রহিবে আর?
রাম যেথা যান, মােরা সাথে যাব তাঁর।”
বেলা শেষ হল, তারা তবু নাহি ফিরে,
আঁধার হইল আসি তমসার তীরে।
থামিল তখন রথ, বসিল সকলে,
ঘরে না ফিরিল তার সাথে যাবে বলে।
শেষে রাতে উঠি রাম গেলেন চলিয়া,
 কেহ না জানিল—সবে ছিল ঘুমাইয়া।
প্রভাতে উঠিয়া তারা করে হায়-হায়,
কাঁদিতে— কাঁদিতে শেষে ঘরে ফিরে যায়।
হেথায় চলেছে রথ তিনজনে লয়ে
নদী বন মাঠ কত যায় পার হয়ে।
শৃঙ্গবের পুরে যেই বেলা গেল চলে,
ইহুদী গাছের তলে বসিলা সকলে।
সে দেশে নিষাদ-রাজা, গুহ তার নাম,
বড়ই সরল সে যে, তার মিতা রাম।
‘রাম এল’ শুনে গুহ ছুটে এল সুখে,
“মিতা, মিতা”, করি তাঁরে জড়াইল বুকে।
গুহ বললে, “খাবি মিতা? এনেছি মিঠাই!”
রাম কন, “হায় মিতা, কি করিয়া খাই?”
যেতে মাের হবে যে রে, যেথা ঘাের বন,
ফল মূল খেতে হবে মুনির মতন।”
শুনিয়া কাঁদিল গুহ হাউ-হাউ করে,
বিনিয় করিয়া রামে কহিল সে পরে,
“থাক্ মিতা মাের হেথা, থাক্ মাের শিরে
ঘর তোর, জন তাের, ডর তাের কি রে?
নাচি-নাচি বই জুতা, ফিরি তাের সনে,
রাজা হয়ে থাক্ মিতা, কেন যাবি বনে?”
রাম কন, “তা তাে ভাই হয় না রে হায়,
তায় যে পিতার কথা মিছা হয়ে যায়!”
গঙ্গা জল খেয়ে রাম থাকেন সে রাতে,
জাগিয়া কাঁদিল গুহ লক্ষ্মণের সাথে।
প্রভাতে গুহের কাছে লইয়া বিদায়,
তিনজনে গঙ্গা পার হলেন নৌকায়।
বনের ভিতরে তাঁরা যান তারপরে