পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪৪
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

কুটিরে গেলেন পরে ভাই দুইজন।
ভরত শত্র‍‌ুঘ্ন আহা তখনি আসিয়া,
লুটায়ে ধুলার পরে পড়েন কাঁদিয়া।
গড়াগড়ি দিয়া তাঁরা কাঁদেন দুজন,
কাঁদেন তাঁদের লয়ে শ্রীরাম লক্ষ্মণ।
পরে বলিলেন রাম, “ভাই রে ভরত,
কি লাগি সহিয়া দুঃখ এলে এত পথ?
কেন রে গাছের ছাল দেখি তোর গায়,
কেন রে আইলে হেথা ছাড়িয়ে পিতায়?”
ভরত কহেন, “হায়, কোথা পিতা আর?
কাঁদিয়া তোমার তরে প্রাণ গেল তাঁর।”
কাঁদেন তখন সবে ‘পিতা' ‘পিতা' বলে,
কঁদিয়া তাদের ঘিরি আসিয়া সকলে।
দুঃখের ভিতরে রাম পান কিছু সুখ,
এমন সময়ে দেখি জননীর মুখ।
কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রার পায,
প্রণাম করেন রাম লুটায়ে ধূলায়।
কাঁদিয়া রামের পায় পড়ি তারপরে
ভরত বলেন, “দাদা, চল যাই ঘরে।”
রাম বলিলেন, “ওরে পরানের ভাই,
থাকুক পিতার কথা আমি এই চাই।
তুমি হবে রাজা, আর আমি রব বনে,
পিতার এ কথা ভাই পালিব দুজনে।”
ভরত যতই তাঁরে করেন বিনয়,
শ্রীরাম করে শুধু, “কেমনে তা হয়?”
বশিষ্ঠ বুঝান কত, কাঁদে রাণীগণ,
কিছুতেই না ফিরিল শ্রীরামের মন।
ভরত কাঁদিয়া তাঁরে কহিলেন শেষে,
“যদি কিছুতেই দাদা না যাইবে দেশে,
তোমার খড়ম খুলে দাও দয়া করে,
তারেই করিব রাজা অযোধ্যা নগরে।
পরিয়া গাছের ছাল, ফল মূল খেয়ে
চৌদ্দ বছরের তরে রব পথ চেয়ে।
তারপরে তুমি যদি না আস ফিরিয়া,
নিশ্চয় মরিব দাদা আগুনে পুড়িয়া।”
রাম বলিলেন, “আমি আসিব তখন,