পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭৪৮
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

রামেরে তখন দিবে সে পাঠায়ে
তোমারে ধরিয়া নিতে,
দূরে নিয়া তারে চেঁচাইবে তুমি
হা লক্ষ্মণ, হায় সীতে!
তাহা শুনি আর নারিবে লক্ষ্মণ
বসিয়া থাকিতে ঘরে,
আমিও তখন সীতারে লইয়া
ছুট দিব রথে করে।”
সাব্জি লয়ে সীতা তুলিছেন ফুল,
মারীচ তখন এল,
হরিণ সাজিয়া তাঁহার ।নকটে
নাচিতে-নাচিতে গেল।
তাবে দেখি সীতা আনেন অমনি
শ্রীরাম লক্ষ্মণে ডাকি,
লক্ষ্মণ বলেন, “বুঝেছি, এসব
মাবীচ বেটার ফাঁকি।”
হেলা করে সীতা নাহি দেন কান
লক্ষ্মণের সে কথায়,
মিনতি করিয়া পাঠান বামেবে
হরিণ ধরিতে হায
সে পোড়া হবিণ বামেরে লইযা
কত দূব গেল চলে,
বাণ খেয়ে শেষে ডাকিল কাতবে,
“হায় রে লক্ষ্মণ!” বলে।
শুনি তা অমনি লক্ষ্মণেরে সীতা
কাঁদিয়া কহেন ভয়ে,
“হায়, বুঝি তারে খাইল রাক্ষস
যাহ ধনু-শর লয়ে!”
লক্ষ্মণ বলেন, “মারীচের ফাঁকি
নহে গো এ কিছু আর,
রাম বড় বীর, মারিবে তাঁহায়,
এত জোর আছে কার?
একলা হেথায় রাখিয়া তোমায়
যাইব কেমন করে?
কোনো ভয় নাই আসিবেন রাম
এখনি ফিরিয়া ঘরে।”