পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছোট্ট রামায়ণ
৭৬১

খুলিয়া পড়িল তায় দড়ির বাঁধন।
অমনি লাফায়ে উঠে চালের উপরে,
আগুন লাগাযে হনু ফেবে ঘবে-ঘবে।
না পোড়ে শরীব তাব সীতার কথায
সকল পোডায হনু যাহা কিছু পায়।
জ্বলিল আগুন ভাবি কবি দাউ-দাউ
ভযেতে বাক্ষস যত কবে হাউ-মাউ।
ছুটাছুটি কবে শুধু পাগলেব মতো,
আগুনে পুডিযা মবে না জানি বা কত।

তাবপব হনুমান সাগবে নামিযা,
লেজেব আগুন সব দিল নিবাইয়া।
এমন সময়ে হনু ভাবে, ‘হায়-হায়।
পোড়ায়ে মারিনু বুঝি মোর সীতা মায়!
অমনি গেল সে ছুটে অশোকের বনে,
ভালো দেখে তাঁয় বড় সুখ পেল মনে।
আবার পায়ের ধূলা লইয়া তাঁহার,
সাগর ডিঙায়ে হনু দলে ফিরে তার।

উপেন্দ্ৰ—৯৬