পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৭৬
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

ঝন্-ঝনা-ঝন্, ঘট্-ঘটা-ঘট্
ঘোর যুদ্ধ হয় তায়,
দেবতা অসুর সকলে তখন
ছুটিয়া দেখিতে যায়৷
আকাশ হইতে আসিল ইন্দ্রের
ঝক্‌ঝকে রথখানি,
কবচ ধনুক, অস্ত্র কত আব
নাম তার নাহি জানি৷
সেই রথে তুলে লইল রামেরে
মাতলি সারথি তার,
কি যুদ্ধ তখন হইল বিষম
কি তাহা কহিব আর!
ঐ দেখ হায় বামেরে রাবণ
অস্থির করিল বাণে,
তখনি আবাব সাজা পেয়ে তার
মরে বুঝি বেটা প্রাণে৷
যতেক দেবতা, কহেন সকলে,
“রামের হউক জয়!”
“তা নয়, তা নয়, রাবণের জয়!”
রুষিয়া অসুর কয়!
হেথায় রাবণ হয়েছেন কাবু
শ্রীরামের হাতে পড়ে,
রথের উপরে নারেন বসিতে
ধনুকখানিকে ধরে৷
দশা দেখে তার, দয়া করে রাম
দিলেন বেটারে ছাড়ি,
রথ ফিরাইয়া সারথি পলায়
তারে লয়ে তাড়াতাড়ি৷
রথের উপরে পড়ে সে তখন
খাবি খেতেছিল খালি,
ঘরে গিয়া বেটা সাহস পাইয়া
সারথিরে পাড়ে গালি৷
“ওরে বেটা গরু, কি করিলি তুই
লোকে কি কহিবে মোরে?
রথ লয়ে বেটা এলি যে পলায়ে?
বল তো কি করি তোরে?”