পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৮০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সেকালের কথা
৮০৫

“রাজা টিউটোবোকস”। এই কথা যে শুনে সেই অবাক হয়। ফ্রান্সের রাজা ত্রয়োদশ লুই পর্যন্ত ঐ হাড় দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। রিয়েলা নামক একজন পণ্ডিত ঐ হাড়গুলি দেখিয়া বলিলেন যে, ওগুলো মানুষের হাড় নয়, হাতির হাড়। ইহাতে প্রথমে অনেকেই তাহার উপর ভারি বিরক্ত হইল। যাহা হউক, শেষে ইহাই স্থির হইল যে, উহা মানুষের হাড়ও নহে, অথচ ঠিক আজকালকার হাতির হাড়ও নহে। ওগুলি ও একপ্রকার হাতির হাড়, তাহা ঠিক বটে, কিন্তু ওরূপ হাতি এখন আর পৃথিবীতে নাই। ইহার পরে ঐ জওর আরো অনেক চিহ্ন পাওয়া গিয়াছে। পণ্ডিতেরা ইহাকে এখন বেশ ভাল করিয়া চিনিয়াছে, আর ইহার নাম দিয়াছেন “ম্যাস্টোন"। এই জন্তু হাতি চাইতেও বড় ছিল। যে কঙ্কালের কথা বললাম তাহা পচিশ ফুট লম্বা, আর দশ ফুট চওড়া। এই ঘটনা হইতেও এ কথা জানি পারি,৩ছি প্রাচীনকালে এমন জন্তু ছিল, যাহা এখন আর নাই। বাস্তবিক অতি রন্টোেবস প্রাচীনকালে এমন খুব চিহ্ন ১৫৬ ফুট লম্বা নিরামিষভোজা ডাইনোসর তিমি ভিন্ন এত বড় পাওয়া গিয়াছে, তাহার কোনটিই সন্তু আব পৃথিব'তে নাই এখন বাঁচিয়া নাই; সব লোপ সাইয়াছে। এমন সব অদ্ভুত জন্তু এক সময়ে পৃথিবীতে ছিল যে, দিদিমার গল্পের ভিতরেও তেমন আশ্চর্য জন্তুর কথা থাকে না। পৃথিবীর প্রাচীনকালের ইতিহাস অতি আশ্চর্য। তোমরা গল্প শুনিয়া কত আমোদ পাও, কিন্তু পৃথিবীর কথা শুনিলে হয়ত মনে করিবে যে, গল্পের চাইতে সত্য কথার ভিতরেই বেশি আমোদ। পৃথিবীর সম্বন্ধে কোন কথা যদি ঠিক করিয়া বলা যায়, তবে তাহা এই যে, এখন যেমন দেখিতেছ, পৃথিবী চিরকাল তেমন ছিল না। কিছুদিন আগে আমরা কেহই এ পৃথিবীতে ছিলাম না; আর একথাও নিশ্চয় যে, আর কিছুদিন পরে আমরা কেহই এ পৃথিবীতে থাকিব। এই যে কলিকাতা শহর, দুইশত বৎসর আগে এই শহরই কোথায় ছিল। এখন যেখানে সুন্দর সুন্দর বাড়িতে সাহেবরা বাস করেন, দুইশত বৎসর আগে সেখানে কুমিরেরা বোদ পোহাইত, আর বাঘেরা শিকার খুঁজিয়া বেড়াইত। এমন লোক এখনো বাঁচিয়া আছে যাহারা ছেলেবেলায় কলিকাতার অনেক স্থানে প্রকাণ্ড বন দেখিয়াছে, সেখানে দিনে দুপুরে ডাকাতি উপেন্দ্র-১০২