পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক, গগনে চাঁহে, বাড়িছে দিনের দাহ ।” বাড়ে যদি দুখ হব না বিমুখ নিবাব না উৎসাহ। 臀 ওরে, ওরে ভীত, তুষিত, তাপিত, জয়সংগীত গাহো । মাথার উপরে খর রবিকরে বাড়ুক দিনের দাহ । ‘কী করিবে চলে চ’লে পথেই সন্ধ্যা হলে ?” প্রভাতের আশে স্নিগ্ধ বাতাসে ঘুমাব পথের কোলে । উদিবে অরুণ নবীন করুণ বিহঙ্গকলরোলে । সাগরের স্নান হবে সমাধান নূতন প্রভাত হলে। [ ծրttա ১৩e৮ | be :)