পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


প্রথম ছত্রের সূচী
অচিরবসন্ত হায় এল, গেল চলে ১০৫
অত চুপিচুপি কেন কথা কও ৯১
আকাশসিন্ধু-মাঝে এক ঠাই ৩৪
আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী ৪৬
আজ মনে হয়, সকলেরি মাঝে। ২৭
আজি হেরিতেছি আমি হে হিমাদ্রি গভীর নির্জনে ৫২
আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো ৫৭
আপনারে তুমি করিবে গোপন ১২
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা ৮৮
আমার খোলা জানালাতে ৬৯
আমার মাঝারে যে আছে কে গো সে ২১
আমি চঞ্চল হে ১৭
আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে ৬৪
আলো নাই, দিন শেষ হল ওরে ৮৩
আলোকে আসিয়া এরা লীলা করে যায় ৭২
ওরে আমার কর্মহারা ৬৫
ওরে পদ্মা, ওরে মোর রাক্ষসী প্রেয়সী ১০৬
কত দিবা কত বিভাবরী ১০৩
কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে ১০৮
কী কথা বলিব বলে ১০২
কুঁড়ির ভিতরে কঁদিছে গন্ধ অন্ধ হয়ে ১৯
কেবল তব মুখের পানে চাহিয়া