পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বুঝি গো আমি বুঝি গো তব
ছলনা-
যে পথে তুমি চলিতে চাও
সে পথে তুমি চল না।

সবার চেয়ে অধিক চাহ,
তাই কি তুমি ফিরিয়া যাও।
হেলার ভয়ে খেলার মতো।
ভিক্ষাঝুলি ভাসায়ে দাও?
বুঝেছি আমি বুঝেছি তব
ছলনা-
সবার যাহে তৃপ্তি হল
তোমার তাহে হল না।


আপনারে তুমি করিবে গোপন
কী করি?
হৃদয় তোমায় আঁখির পাতায়
থেকে থেকে পড়ে ঠিকরি।
আজ আসিয়াছ কৌতুকবেশে,
মানিকের হার পরি এলোকেশে—

১২