পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কহিছে সে, ‘হায় হায়,
কেন আমি বাঁচি, কেন আছি গো
অর্থ না বুঝা যায়।’

ভয় নাই তোর, ভয় নাই ওরে, ভয় নাই,
কিছু নাই তোর ভাবনা।
যে শুভ প্রভাতে সকলের সাথে
মিলিবি, পুরাবি কামনা,
আপন অর্থ সেদিন বুঝিবি- জনম ব্যর্থ যাবে না।

[ আশ্বিন ১৩০]


১০

আমার মাঝারে যে আছে কে গো সে,
কোন্ বিরহিণী নারী!
আপন করিতে চাহিনু তাহারে,
কিছুতেই নাহি পারি।
রমণীরে কেবা জানে-
মন তার কোন্ খানে!
সেবা করিলাম দিবানিশি তার,
গাঁথি দিনু গলে কত ফুলহার-
মনে হল, সুখে প্রসন্নমুখে
চাহিল সে মোর পানে।

২১