পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ওরে মন, আয় তুই সাজ ফেলে আয়-
মিছে কি করিস নাটবেদীতে?
বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়-
খেলা ছেড়ে আয় খেলা দেখিতে।
ওই দেখ্ নাটশালা
পরিয়াছে দীপমালা,
সকল রহস্য তুই
চাস যদি ভেদিতে
নিজে না ফিরিস নাটবেদীতে।

নেমে এসে দূরে এসে দাঁড়াবি যখন-
দেখিবি কেবল, নাহি খুঁজিবি,
এই হাসিরোদনের মহানাটকের
অর্থ তখন কিছু বুঝিবি।
একের সহিত একে
মিলাইয়া নিবি দেখে,
বুঝে নিবি— বিধাতার
সাথে নাহি যুঝিবি-

দেখিবি কেবল, নাহি খুঁজিবি।

৭৩