পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষে পসারিয়া তব হিম-কোল মোরে স্বপনে করিবে হরণ ? আমি বুঝি না যে কেন আস-যাও ওগো মরণ, হে মোর মরণ । কহো মিলনের এ কি রীতি এই, ওগো মরণ, হে মোর মরণ । তার সমারোহভার কিছু নেই, নেই কোনো মঙ্গলাচরণ ? তব পিঙ্গলছবি মহা জট সে কি চুড়া করি বাধা হবে না ? তব বিজয়োদ্ধত ধ্বজপট সে কি আগে পিছে কেহ ববে না ? তব মশাল-অালোকে নদীতট অঁাখি মেলিবে না রাঙাবরন ? ত্ৰাসে কেঁপে উঠিবে না ধরাতল ওগো মরণ, হে মোর মরণ ? যবে বিবাহে চলিলা বিলোচন ওগো, মরণ, হে মোর মরণ, তার কতমতো ছিল আয়োজন, - ছিল কতশত উপকরণ ! ●२.