পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাহিয়ে আসিবে চুটি- আন্তহীন প্ৰাণে নিখিল জগতে তব প্রেমের আহ্বানে নব নব জীবনের গন্ধ যাব রেখে, নব নব বিকাশের বর্ণ যাব এঁকে। কে চাহে সংকীর্ণ অন্ধ অক্ষরতারূপে এক ধরাতল-মাঝে শুধু এক রূপে বাচি থাকিতে ? নব নব মৃত্যুপথে তোমারে পূজিতে যাব জগতে জগতে। [ বৈশাখ ১৩.৯ ]