পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ ব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী দুর্বলতাটি কি, মনে হয় আমি তাহা জানি । তুমি অলস নও, কিন্তু তুমি কুড়োমি কর। তোমার সহিত যতদিনের পরিচয় তন্মধ্যে তুমি কোনদিনও সম্পূর্ণ দিনের কাজ করিয়াছ কিনা আমার সন্দেহ আছে। তুমি যে কাজ করিতে অনিচ্ছক। তাহা নহে, কিন্তু তথাপি তুমি বিশেষ কাজ কর না কেবল এইজন্য যে তদ্বারা তোমার বিশেষ লাভ হইবে বলিয়া তুমি মনে কর না । এইভাবে অনৰ্থক সময় নষ্ট করার অভ্যাসই সংকটের মূল, তোমার এবং বিশেষভাবে তোমার সন্ততিবর্গের স্বার্থেই তোমার এই অভ্যাস বর্জন করা উচিত । তোমার সন্তানদের নিকট ইহার গুরুত্ব সমধিক এই কারণে যে তাহারা অধিক দিন বঁাচিয়া থাকিবো ; এবং একবার অলস অ্যাভ্যাস জন্মাইলে উহা কাটানো অপেক্ষা ঐ অভ্যাস জন্মাইতে না দেওয়াই ভাল । তোমার এখন কিছু [ নগদ ] অর্থের প্রযোজন ; আমার পরামর্শ হইল অর্থের বিনিময়ে তুমি মনে প্ৰাণে কাহারও কোন কাজে লাগিয়া যাও । পিতা এবং তোমার পুত্রদের উপর বাড়ীর ভার ছাড়িয়া দাও—তাহারা শস্য উৎপাদন করুক ; তুমি অর্থকরী কোন কাজে বা ঋণ পরিশোধের কোন কাজে লাগিয়া যাও। যাহাতে তুমি উপযুক্ত পারিশ্রমিক পাইতে পার সেজন্য আমি প্রতিশ্রুতি দিতেছি যে আজ হইতে ১লা মে’র মধ্যে তুমি নিজের শ্রমে, নগদ বা ঋণ বিনিময়ে, যত ডলার উপার্জন করিবে আমি তোমাকে আরও তত ডলার দিব । ফলে যদি তুমি মাসিক দশ ডলারে কোন কাজ নাও, তবে আমার নিকট হইতে আরও দশ ডলার পাইবে এবং আয় মাসিক কুড়ি ডলার হইবে । ইহার অর্থ এই নহে যে আমি তোমাকে সেণ্ট লুইয়ে, কিংবা সীসার খনিতে বা ক্যালিফোণিয়ার সোণার খনিতে যাইতে বলিতেছি ; আমি বলিতে চাই যে কোলস কাউন্টিতে তোমার বাড়ীর নিকট তুমি যত বেশী মজুরী পাও তাহাতেই কোন কাজে লাগিয়া যাও । তুমি যদি এরূপ কর, শীঘ্রই তুমি ঋণমুক্ত হইবে এবং তদুপরি তোমার এমন অভ্যাস জন্মিবে যাহার ফলে ভবিষ্যতে পুনরায় ঋণগ্ৰস্ত হইবে না । কিন্তু যদি আমি তোমাকে এখন ঋণমুক্ত করিয়া দিই। তবে আগামী বৎসর পুনরায় তুমি এরূপভাবেই ঋণগ্ৰস্ত হইবে । তুমি বলিয়াছ যে সত্তর আশী ডলার এক্ষণে তোমার নিকট স্বর্গের সমতুল । তুমি স্বৰ্গকে অত্যন্ত সস্তা ভাবিতে ছ ; আমি সুনিশ্চিত জানি যে আমার পরামর্শমত চলিলে তুমি চার পাঁচ মাস কাজ করিয়াই সত্তর বা আশী ডলার সংগ্ৰহ করিতে পরিবে । তুমি বলিতেছ। যে আমি যদি তোমাকে প্রাথিত অৰ্থ দিই তুমি আমার নিকট জমি বন্ধক রাখিবে এবং অর্থ পরিশোধ করিতে অসমর্থ হইলে আমাকে জমির অধিকার ছাড়িয়া দিবে। ইহা নিতান্তই নির্বোধের ন্যায় উক্তি। জমি থাকা সত্ত্বেও যদি তুমি এখন জীবন নির্বাহ করিতে অপারগ হও, তবে জমি ছাড়া তুমি কী ভাবে চলিবে ? তুমি সর্বদাই আমার প্রতি সদয় ব্যবহার করিয়াছ ; আমি তোমার প্রতি নির্দয় হইতে চাহিনী । বরং তুমি যদি কেবল আমার পরামর্শ অনুসারে চল, তবে তুমি দেখিতে পাইবে তাহার মূল্য অ্যাশী ডলার কেন, তাহার অ্যাটগুণেরও বেশি । স্নেহানুরক্ত তোমার ভ্ৰাতা, এ. লিঙ্কন