পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ ব্রাহাম লিঙ্কনের বক্ততাবলী নাগরিক বন্ধুগণ, আমরা ইতিহাসকে পাশ কাটাইয়া যাইতে পারিব না । আমাদের অনিচ্ছাসত্ত্বেও কংগ্রেসের ও প্রশাসন বিভাগের আমরা স্মরণীয় হইয়া থাকিব। কোন ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, বা তাহার অভাব, আমাদিগকে রক্ষা করিতে পরিবে না । যে অগ্নিপরীক্ষার মধ্য দিয়া আমরা যাইতেছি তাহার আলোকে আন্তিম কাল পর্যন্ত আমরা সম্মানের স্থানে, বা অসম্মানের স্থানে, প্রতিভাত হইব । আমরা বলি। আমরা ইউনিয়নের পক্ষে । আমরা যে একথা বলি পৃথিবী তাহা ভুলিবে না । আমরা জানি কী ভাবে ইউনিয়নকে রক্ষা করা যায় । পুথিবীশুদ্ধ সকলেই জানে ইউনিয়নকে রক্ষার উপায় আমরা জানি । আমাদের হাতে —এমন কি আমরা যাহারা এই স্থানে রহিয়াছি তাহাদেরই হাতে ক্ষমতা এবং দায়িত্ব রহিয়াছে। দাসকে স্বাধীনতা দিয়া আমরা স্বাধীন মানুষের স্বাধীনতা সুনিশ্চিত করিতেছি—দেওয়া এবং লওয়া উভয়ই সমান সম্মানের কাজ। পৃথিবীর শ্রেষ্ঠ আশা, হয় আমরা মহতের ন্যায় রক্ষা করিব। আর না হয় নীচের ন্যায় হারাইব । অন্য উপায়ে সফলতা ঘটিতে পারে বটে ; কিন্তু এই উপায় ব্যর্থ হইতে পারে না। পথ মসৃণ, শান্তিপূর্ণ, অবারিত এবং ন্যায়সঙ্গত—যে পথে চলিলে বিশ্ববাসী চিরকাল সরবো প্ৰশংসা করিবে এবং ভগবানও আশীৰ্বাদ করিবেন । জনৈক সৈন্যাধ্যক্ষের নিকট পত্ৰ যুদ্ধের প্রথম বৎসরগুলিতে ভঁাহার সেনাপতিদের নেতৃত্বের ব্যর্থতায় লিঙ্কনের নৈরাশ্য ইতিহাসে সুবিদিত। একবার সেনাপতি বদলের সময় নবনিযুক্ত সেনাপতিকে তিনি একটি স্বভাৰসিদ্ধ অকপট পত্র লেখেন। এক্সিকিউটিভ ম্যানসন, ওয়াশিংটন, জানুয়ারী ২৬, ১৮৬৩ মোজার-জেনারেল হুকার জেনারেল, আমি আপনাকে পোটোম্যাকের সৈন্যদলের অধিনায়কপদে নিযুক্ত করিয়াছি ; অবশ্য সঙ্গত বোধেই আমি তাহা করিয়াছি। তথাপি আপনার পক্ষে জানিয়া রাখা ভাল যে কয়েকটি ব্যাপারে আমি আপনার কাজে সন্তুষ্ট নাহি । আমি আপনাকে সুদক্ষ এবং সাহসী যোদ্ধা বলিয়া মনে করি ; অবশ্যই ইহা আমি পছন্দ করি। আমি আরও মনে করি যে আপনি SV