পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০
কড়ি ও কোমল।

  মনে হ’ত তােমার মায়ে
   কাদের যেন ঘর।
  আমি যদি তাদের হতেম!
   কেন হলেম পর?
(তারা) ছায়ার মত ছায়ায় থাকে
   পাতার ঝর ঝরে,
  গুন্‌গুনিয়ে সবাই মিলে
   কতই যে গান করে!
  দূরে বাজে মূলতান
   পড়ে আসে বেলা,
(তারা) ঘাসে বসে দেখে জলে
   আলাে ছায়ার খেলা।
  সন্ধে হলে চুল বাঁধে
   তাদের মেয়েগুলি,
  ছেলেরা সব দোলায় বসে
   খেলায় দুলি দুলি।
  গহিন খাতে দখিন বাতে,
   নিঝুম চারি ভিত,