পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
কড়ি ও কোমল।

  ছায়া কেবল রৈল পড়ে,
   কোথায় গেল সে?
  ডালে বসে পাখীরা আজ
   প্রাণেতে ডাকে?
  রবির আলাে কাদের খোঁজে
   পাতার ফাঁকে ফাঁকে?
  গল্প কত ছিল যেন
   তােমার খােপে ধাপে,
  পাখীর সঙ্গে মিলে মিশে
   ছিল চুপেচাপে,—
  দুপুর বেলা নূপুর তাদের
   বাজ্‌ত অনুক্ষণ,
(শুনে) ছােট দুটি ভাই ভগিনীর
   আকুল হ’ত মন।
(আহা) ছেলেবেলায় ছিল তারা,
   কোথায় গেল শেষে!
(তারা) গেছে বুঝি ঘুমপাড়ানি
   মাসি পিসির দেশে!