পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



মায়ের আশা।

ফুলের দিনে সে যে চলে গেল,
ফুল-ফোটা সে দেখে গেল না,
ফুলে ফুলে ভরে গেল বন
এক‍্টি সে ত পর‍্তে পেল না।
ফুল ফোটে, ফুল ঝ’রে যায়—
ফুল নিয়ে আর সবাই পরে,
ফিরে এসে যে যদি দাঁড়ায়,
এক‍্টিও রবে না তার তরে!
তার তরে মা কেবল আছে,
আছে শুধু জননীর স্নেহ,
আছে শুধু মা’র অশ্রজল,
কিছু নাই—নাই আর কেহ!
খেল‍্ত যারা তারা খেল‍্তে গেছে,
হাস‍্ত যারা তারা আজো হাসে,
তার তরে কেহ ব’সে নেই
মা শুধু রয়েছে তারি আশে!