পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১০৫

এম‍্নি তারা রবে কি রে
খুল‍বে না কেউ আর গো!
এটা আছে সেটা আছে
অভাব কিছু নেই
স্মরণ ক’রে দেয়রে যারে
থাকেনাক সেই ত!

বাগানে ঐ দুটো গাছে
ফুল ফুটেছে রাশি রাশি,
ফুলের গন্ধে মনে পড়ে
যা’রে যা’রে ভালবাসি।
ফুলের গন্ধে মনে পড়ে।
ফুল কে আমায় দিত মেলা,
বিছেনায় কার মুখটি দেখে
সকাল হত সকালবেলা!
জল থেকে তুই আস‍বি কবে
মাটির লক্ষ্মী মাটিতে