পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিঠি।
১১৯

ধার-করা নাম নেব আমি
 হবে না ত সিটি।
জানই আমার সকল কাজে
 Originality।
ঘরের মেয়ে তার কি সাজে
 সঙস্কৃত নাম।
এতে কেবল বেড়ে ওঠে
 অভিধানের দাম।
আমি বাপু ডেকে বসি
 যেটা মুখে আসে,
যারে ডাকি সেই তা বােঝে
 আর সকলে হাসে!

দুষ্ট মেয়ের দুষ্টমি—তার
 কোথায় দেব দাঁড়ি।
অকুল পাথার দেখে শেষে
 কলমের হাল ছাড়ি!