পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২০
কড়ি ও কোমল।

শােন বাছা, সত্যি কথা
 বলি তােমার কাছে—
ত্রিজগতে তেমন মেয়ে,
 একটি কেবল আছে!
বর্ণিমেটা কারাে সঙ্গে
 মিলে পাছে যায়—
তুমুল ব্যাপার উঠ্‌বে বেধে
 হবে বিষম দায়!
হপ্তাখানেক বকাবকি
 ঝগ্‌ড়াঝাটির পালা,
এক্‌টু চিঠি লিখে, শেষে
 প্রাণটা ঝালাফালা।
আমি বাপু ভালমানুষ
 মুখে নেইক রা।
ঘরের কোণে বসে বসে
 গোঁফে দিচ্চি তা।
আমিই যত গােলে পড়ি
 শুনি নানান্‌ বাক্যি।