পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
কড়ি ও কোমল।

ডেকে বলে, হেঁকে বলে,
তঙ্গী ক’রে বেঁকে বলে—
“আমার কথা শােন সবাই
গান শােন আর নাই শােন।
গান যে কা’কে বলে সেইটে
বুঝিয়ে দেব, তাই শােন।”
টীকে করেন ব্যাখ্যা করেন,
জেঁকে ওঠে বক্তিমে,
কে দেখে তার হাত পা-নাড়া,
চক্ষু দুটোর রক্তিমে!
চন্দ্র সূর্য্য জ্বল্‌চে মিছে
আকাশ খানার চালাতে—
তিনি বলেন “আমিই আছি
জ্বাল্‌তে এবং জ্বালাতে।”
কুঞ্জবনের তানপুরােতে
সুর বেঁধেছে বসন্ত,
সেটা শুনে নাড়েন কর্ণ
হয়নাক তাঁর পছন্দ।