পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১২৫

তাঁরি সুরে গাক্‌ না সবাই
টপ্পা খেয়াল ধুরবােদ,—
গান না যে কেউ—আসল কথা
নাইক কারো সুর বােধ!
কাগজ ওয়ালা সারি সারি
নাড়চে কাগজ হাতে নিয়ে—
বাঙ্গলা থেকে শান্তি বিদায়
তিনশো কুলাের বাতাস দিয়ে!
কাগজ দিয়ে নৌকা বানায়
বেকার যত ছেলেপিলে,—
কর্ণ ধ’রে পার করবেন
দু-এক পয়সা খেয়া দিলে।
সস্তা শুনে ছুটে আসে
যত দীর্ঘকর্ণ গুলাে—
বঙ্গদেশের চতুর্দ্দিকে
তাই উড়েছে এত ধূলাে!
ক্ষুদে ক্ষুদে “আর্য্য” গুলাে
ঘাসের মত গজিয়ে ওঠে,