পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১২৭

বাক্য-বন্যা ফেনিয়ে আসে
ভাসিয়ে নে যায় তােড়ে,
কোন ক্রমে রক্ষে পেলেম
মা-গঙ্গার ক্রোড়ে।

হেথায় কিবা শান্তি-ঢালা
কুলুকুলু তান।
সাগর পানে ব’হে নে যায়
গিরিরাজের গান।
ধরি ধরি বাতাসটি, দেয়
জলের গায়ে কাঁটা।
আকাশেতে আলাে আঁধার
খেলে জোয়ার ভাটা।
তীরে তীরে গাছের সারি
পল্পবেরি ঢেউ।
সারাদিন হেলে দোলে
দেখে না ত’ কেউ।