পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১২৯

জান ত ভাই আমি হচ্চি
জলচরের জাত।
আপন মনে সাঁৎরে বেড়াই—
ভাসি দিন রাত!
রােদ পােহাতে ডাঙ্গায় উঠি,
হাওয়াটি খাই চোখ্‌ বুজে।
ভয়ে ভয়ে কাছে এগােই
তেমন তেমন লােক বুঝে!
গতিক মন্দ দেখ্‌লে আবার
ডুবি অগাধ জলে।
এম্‌নি করেই দিনটা কাটাই
লুকোচুরির ছলে!
তুমি কেন ছিপ ফেলেছ
শুক্‌নাে ডাঙ্গায় বসে?
বুকের কাছে বিদ্ধ করে
টান মেরেচ কসে!
আমি তােমায় জলে টানি
তুমি ডাঙ্গায় টান’।