পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩২
কড়ি ও কোমল।

সামু বলেন “দাদা আমার”
 চামু বলেন “ভাই,”
আমাদের দোঁহাকার মত
 ত্রিভুবনে নাই!
   (আমার দামু আমার চামু!)
গায়ে পড়ে গাল পাড়চে
 বাজার সর্‌গরম,
মেছুনি-সংহিতায় ব্যাখ্যা
 হিঁদুর ধরম!
   (দামু আমার চামু!)
দামুচন্দ্র অতি হিঁদু
 আরাে হিঁদু চামু
সঙ্গে সঙ্গে গজায় হিঁদু
 রামু বামু শামু—
   (দামু আমার চামু!)
রব উঠেছে ভারত ভূমে
 হিঁদু মেলা ভার,