পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৪
কড়ি ও কোমল।

কলির শেষে প্রজাপতি
 তুলেছিলেন হাই,
সুড়্‌সুড়িয়ে বেরিয়ে এলেন
 আর্য্য দুটি ভাই;
   (আর্য্য দামু চাম!)
দন্ত দিয়ে খুঁড়ে তুল্‌চে
 হিঁদু শাস্ত্রের মুল,
মেলাই কচুর আমদানিতে
 বাজার হুলুস্থুল।
   (দামু চামু অবতার!)
মনু বলেন “মনু আমি”
 বেদের হল ভেদ,
দামু চামু শাস্ত্র ছাড়ে,
 রৈল মনে খেদ!
   (ওরে দাম ওরে চামু!)
মেড়ার মত লড়াই করে
 লেজের দিক্‌টা মােটা,