পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
কড়ি ও কোমল।

যেথা তুমি লয়ে যাবে
কথাটি না ক’য়ে যাবে,
সাথে যাবে ছায়ার মতন,
তাই বলি—দেখাে দেখাে
এ বিশ্বাস রেখাে রেখাে,
পাথারে দিওনা বিসর্জ্জন।

ক্ষুদ্র ও মাথার পর
রাথ গাে করুণকর,
ইহারে কোনাে না অবহেলা
এ ঘাের সংসার মাঝে
এসেছে কঠিন কাজে,
আসেনি করিতে শুধু খেলা!
দেখে মুখ শতদল
চোখে মাের আসে জল,
মনে হয় বাঁচিবে না বুঝি,
পাছে, সুকুমার প্রাণ
ছিড়ে হয় খান্ খান্‌,
জীবনের পিরবারে যুঝি!