পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বসন্ত অবসান।
১৭১

সাড়া দিয়ে গেল না ত,
চলে গেল ম্রিয়মাণ!
কখন্‌ বসন্ত গেল,
এবার হল না গান!

যতগুলি পাখী ছিল
গেয়ে বুঝি চলে গেল,
সমীরণে মিলে গেল
বনের বিলাপ তান।
ভেঙ্গেছে ফুলের মেলা,
চলে গেছে হাসি-খেলা,
এতক্ষণে সন্ধে-বেলা
জাগিয়া চাহিল প্রাণ!
কখন্‌ বসন্ত গেল
এবার হলনা গান!

বসন্তের শেষ রাতে
এসেছিরে শূন্য হাতে,