পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বাঁশি।

বেহাগ - আড়াখেমটা।

ওগাে শােন কে বাজায়!
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়।
অধর ছুঁয়ে বাঁশি খানি
চুরি করে হাসি খানি,
বঁধুর হাসি মধুর গানে
প্রাণের পানে ভেসে যায়!
ওগো শােন কে বাজায়!

কুঞ্জবনের ভ্রমর বুঝি
বাঁশির মাঝে গুঞ্জরে,
ঘকুল গুলি আকুল হয়ে
বাঁশির গানে মুঞ্জরে।
মুনারি কলতান
কানে আসে,কাঁদে প্রাণ,