পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ১৯১ )

গান।

মিশ্র কালাংড়া। আড়খেমটা।

(ও গো)  কে যায় বাঁশরী বাজায়ে!
আমার ঘরে কেহ নাই যে!
(তারে)  মনে পড়ে যারে চাই যে!
(তার)  আকুল পরাণ বিরহের গান
বাঁশি বুঝি গেল জানায়ে!
(আমি)  আমার কথা তারে জানাব কি করে,
প্রাণ কাঁদে মোর তাই যে!

কুসুমের মালা গাঁথা হল না,
ধুলিতে প’ড়ে শুকায় রে,
নিশি হয় ভোর, রজনীর চাদ
মলিন মুখ লুকায় রে!
সারা বিভাবরী কার পূজা করি
যৌবন-ডালা সাজায়ে,
(ওই)  বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়
আমি কেন থাকি হায় রে!