পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
কড়ি ও কোমল।

মরি মরি কে তুমি
   এক্‌টুখানি প্রাণ,
কি না-জানি এনেছ
   করিতে ওরে দান!
চেয়ে দেখ আকাশে
   আর ত কেহ নাই,
তারা যত গিয়েছে
   যে যার নিজ ঠাঁই।
সাথীহারা চন্দ্রমা
   হেরিছে চারিধার,
শূন্য আহা নিশির
   বাসর ঘর তার!
শরতের প্রভাতে
   বিমল মুখ নিয়ে
তুমি শুধু রয়েছ
   শিয়রে দাঁড়াইয়ে।
ও হয়ত দেখিতে
   পেলে না মুখ তাের!