পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শরতের শুকতারা।
২১

ও হয়ত আপন
   স্বপনে আছে ভাের!
ও হয়ত তারার
   খেলার গান গায়,
ও হয়ত বিরাগে
   উদাসী হতে চায়!
ও কেবল নিশির
   হাসির অবশেষ!
ও কেবল অতীত
   সুখের স্মৃতিলেশ!
দ্রুতপদে তাহারা
   কোথায় চলে গেছে—
সাথে যেতে পারেনি
   পিছনে পড়ে আছে!
কত দিন উঠেছ
   নিশির শেষাশেষি,
দেখিয়াছ চাঁদেতে
   তারাতে মেশামেশি।