পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শরতের শুকতারা।
২৩

কোথা তুমি, কোথায়
   চাঁদের ক্ষীণকায়!
কোলাহল তুলিয়া
   গরবে আসে দিন,
দুটি ছােট প্রাণের
   লিখন হবে লীন।
সুখ শ্রমে মলিন
   চাঁদের একসনে
নবপ্রেম মিলাবে
   কাহার রবে মনে!