পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদেশী ফুলের গুচ্ছ
৫৭

(AUGUSTA WEBSTER.)

গোলাপ হাসিয়া বলে, “আগে বৃষ্টি যাক্ চ’লে,
দিক্ দেখা তরুণ তপন,
তখন ফুটাব এ যৌবন !”
গেল মেঘ, এল উষা, আকাশের আঁখি হতে
মুছে দিল বৃষ্টি বারি কণা।
সেত রহিল না !
কোকিল ভাবিছে মনে, “শীত যাবে কতক্ষণে,
গাছপালা ছাইবে মুকুলে,
তখন গাহিব মন খুলে !”
কুয়াশা কাটিয়া যায়—বসন্ত হাসিয়া চায়,
কানন কুসুমে ভ’রে গেল।
সে যে ম’রে গেল !