পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪
কড়ি ও কোমল।

(MRS. BROWNING.)

ওই আদরের নামে ডেকো সখা মােরে,
ছেলে বেলা ওই নামে আমায় ডাকিত,
তাড়াতাড়ি খেলাধূলাে সব ত্যাগ করে
অমনি যেতেম ছুটে
কোলে পড়িতাম লুটে,
রাশি-করা ফুলগুলি পড়িয়া থাকিত।
নীরব হইয়া গেছে সে স্নেহের স্বর,
কেবল স্তব্ধতা রাজে।
আজি এ শ্মশান মাঝে,
কেবল ডাকি গাে আমি ঈশ্বর—ঈশ্বর—।
মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই,
সে নাম তােমারি মুখে শুনিবারে চাই।
হাঁ সখা, ডাকিও তুমি সেই নাম ধোরে,
ডাকিলেই সাড়া পাবে,
;কিছু না বিলম্ব হবে,
তখনি কাছেতে যাব সব ত্যাগ কোরে !