পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদেশী ফুলের গুচ্ছ ।
৫৬

( CHRISTINA ROSSETTI.)

কেমনে কি হল পারিনে বলিতে
এইটুকু শুধু জানি—
নবীন কিরণে ভাসিছে সে দিন
প্রভাতের তনুখানি।
বসন্ত তখনাে কিশাের কুমার,
কুঁড়ি উঠে নাই ফুটি,
শাখায় শাখায় বিহগ বিহগী
বসে আছে দুটি দুটি।

কিযে হয়ে গেল পারিনে বলিতে,
এই টুকু শুধু জানি—
বসন্তও গেল তাও চলে গেল
একটি না করে বাণী।
যা-কিছু মধুর সব ফুরাইল,
সেও হল অবসান,
আমারেই শুধু ফেলে রেখে গেল
সুখহীন ম্রিয়মান।