পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
কড়ি ও কোমল ।

নীড় বেঁধেছিনু যেথা যা’ রে সেইখানে,
একবার ডাক্‌ গিয়ে আকুল পরাণে।
কে জানে, হতেও পারে, সে নীড়ের কাছে
হয়ত পাখীটি মোর লুকাইয়ে আছে!
কেঁদে কেঁদে বৃষ্টি জলে আমি ভ্রমিতেছি,
ভুলে যেতে ভূলিয়ে গিয়েছি!


দেশের সবাই জানে কাহিনী আমার;
বলে তারা “এত প্রেম আছে বা কাহার!
পাখী সে পালায়ে গেছে কথাটি না বলে,
এমন ত সব পাখী উড়ে যায় চলে;
চিরদিন তারা কভু থাকে না সমান,
এমন ত কত শত রয়েছে প্রমাণ।
ডাকে, আর গায়, আর উড়ে যায় পরে,
এ ছাড়া বল ত তা’র আর কিবা করে?
পার্থী গেল যার, তার এক দুঃখ আছে—
ভূলে যেতে ভুলে সৈ গিয়াছে!”