পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিষ্টি পড়ে টাপুর্ টুপুর্ নদী
এল বাণ।

দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে ডোবে।
আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
মেঘের উপর মেঘ করেছে,
রঙের উপর রঙ।
মন্দিরেতে কাঁশর ঘণ্টা
বাজ্ল ঠং ঠং।
ও পারেতে বিষ্টি এল।
ঝাপ্সা গাছপালা।
এ পারেতে মেঘের মাথায়
এক্শো মাণিক জালা।
বাদ্লা হাওয়ায় মনে পড়ে
ছেলেবেলার গান—
“বিষ্ট পড়ে দুপুর টুপুর
নদী এল বাণ।”