পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬
কড়ি ও কোমল।

মনে পড়ে ঘরটি আলো
মায়ের হাসিমুখ,
মনে পড়ে মেঘের ডাকে
গুরুগুরু বুক।
বিছানাটির একটি পাশে
ঘুমিয়ে আছে খোকা,
মায়ের পরে দৌরাত্মি, সে
না যায় লেখাজোকা।
ঘরেতে দুরন্ত ছেলে
করে দাপাদাপি,
বাইরেতে মেঘ ডেকে ওঠে
সৃষ্ট ওঠে কাঁপি।
মনে পড়ে মায়ের মুখে
শুনেছিলেম গান
“বিষ্টি পড়ে টাপুর্ টুপুর্
নদী এল বাণ।”