পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পুরোনো বট।
৮৯

যদি) পাখীর মত উড়ে যেত
   উড়ে আস্‌ত ফিরে,
যদি) হাঁসের মত ভেসে যেত
   তােমার তীরে তীরে।
  নাইচে যারা তাদের মত
   নাইতে যেত যদি,
  জল আন্‌তে যেত পথে
   কোথায় গঙ্গা নদী!
  খেল্‌ত যেসব ছেলেগুলি
   ডাক্‌ত যদি তারে।
  তাদের সাথে খেল্‌ত সুখে
   তাদের ঘরে দ্বারে।

  মনে হ’ত তােমার ছায়ে
   কতই কিযে আছে,
  কাদের যেন ঘুম পাড়াতে
   ঘুঘু ডাক্‌ত গাছে।