পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ফুল ও ফল

ফুল কহে ফুকারিয়া, ‘ফল, ওরে ফল,
কত দূরে রয়েছিস্ বল্‌ মোরে বল্‌।’
ফল কহে ‘মহাশয়, কেন হাঁকাহাঁকি,
তোমারি অন্তরে আমি নিরন্তর থাকি৷’

৭৯